কাপাসিয়ায় ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ পিএম
কাপাসিয়ায় ভলিবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর বুধবার রাতে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাঠে ভলিবল খেলায় মাহফুজুর রহমান একাদশকে হারিয়ে জাহাঙ্গীর-আনোয়ার একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ জাকির হোসেন। ক্রিড়া সংগঠক সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, কৃতি খেলোয়াড় আনোয়ার হোসেন ও মাহফুজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং পারসোনা গ্রুপের স্থানীয় ব্যবস্থাপক মনু মিয়ার সহযোগিতায় অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতায় বিপুল সংখ্যক দর্শক খেলাটি তৃপ্তিভরে উপভোগ করেন। টুর্নামেন্ট জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই অব্যাহত থাকলেও ফাইনাল খেলায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জাহাঙ্গীর-আনোয়ার একাদশ বিজয়ী হয়। ফাইনাল ম্যাচে দু'টি দলের খেলোয়াড়দের সমন্বিত আক্রমণ, দৃঢ় রক্ষণ ভাগ ও কৌশলী খেলায় দর্শকরা মুগ্ধ হন। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দল অসাধারণ ক্রিড়া নৈপুণ্য দেখালেও জাহাঙ্গীর-আনোয়ার একাদশ তাদের শিরোপা নিশ্চিত করে। বিজয়ী দলের অধিনায়ক জাহাঙ্গীর আলম অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভলিবল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা সহজ ছিল না। অসংখ্য অনুশীলন, ঘাম আর ধৈর্যের পর আজ সেই পরিশ্রম সার্থক—আমরা চ্যাম্পিয়ন। এই জয় আমার একার নয়, পুরো দলের।’ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ক্রীড়া চর্চা খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। খেলায় রেফারি হিসাবে ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কৃতি ফুটবলার উত্তম কুমার দাস ও সাংবাদিক আকরাম হোসেন রিপন ও আলম হোসেন সার্বিক দায়িত্ব পালন করেন।
আপনার জেলার সংবাদ পড়তে