পটুয়াখালীর কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার।
আভাস'র আয়োজনে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও একশনএইড াআসলে আমাদের সমাজ বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। সভায় নারী নির্যাতন প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাস সিএএসআর প্রকল্পের কমকর্তা রুবি আক্তার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস আই জাকির হোসেন, কলাপাড়া হাসপাতালের ওসিসি কর্মকর্তা ইদ্রিস আলম, সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম বাবুল প্রমুখ।
সভায় কলাপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধে স্কুল পর্যায় থেকে কিশোর কিশোরীদের সচেতনতার পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন করার আহবান জানান। একই সাথে নারীদের উপর সহিংসতা বন্ধে আইনের সঠিক প্রয়োগ করার অনুরোধ করেন।