আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৪ চন্দনাইশ ও (আংশিক সাতকানিয়া) নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত পদপ্রার্থী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মো: শাহাদাত হোসেনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাময়াতে উপজেলা ও পৌরসভার আমীর মওলানা কুতুবউদ্দিন এবং কাজী কুতুব উদ্দিন । বুধবার বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেনের নিকট হতে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।