চিরিরবন্দরে এমবিএসকের পুরস্কার বিতরণী

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
চিরিরবন্দরে এমবিএসকের পুরস্কার বিতরণী

দিনাজপুরের চিরিরবন্দরে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এম বি এস কে) এর আওতায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৫ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীর মোড়ে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্রের (এমবিএসকে) আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন এমবিএসকের নির্বাহী প্রধান মোছাম্মদ রাজিয়া সুলতানা খাতুন। 

এমবিএসকে কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালোচনায় বিশেষ অতিথি হিসেবে সমৃদ্ধি কর্মসূচির ফোকালপার্সন এ কে এম রাশেদ আলী, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দীন শাহ, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগি উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে