সাতকানিয়া উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৭ জানুয়ারী, ২০২৫, ০৩:২৫ পিএম | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৩:২৫ পিএম
সাতকানিয়া উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

সারাদেশের ন্যায় দক্ষিণ চট্টগ্রামেও শীতের প্রকোপ বাড়ছে। দরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন মহল।

গতরাতে সাতকানিয়ার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস।

তিনি ৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার কেঁওচিয়া, কালিয়াইশ, কেরানিহাট, মৌলভীর দোকান ও বিওসির মোড় এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ হতে কম্বল পেয়ে দরিদ্র অসহায় লোকজন বেশ সন্তোষ প্রকাশ করেছেন।

তবে বিশাল দরিদ্র জনগোষ্ঠীর চাহিদার তুলনায় এ পদক্ষেপ অপ্রতুল। এ বিষয়ে সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরো বেশি পদক্ষেপ প্রয়োজনে বলে অনুসন্ধানে জানা গেছে ।