ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বৃহস্পতিবার জাতীয় প্রবাসী দিবস এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫খ্রি. পালিত হয়েছে। অভিবাসী কর্মি উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) নামক এনজিও প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করেন। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা করেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ এর উপজেলা শাখা ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, ওকাপ এনজিও প্রতিষ্ঠানের ফিল্ড সুপারভাইজার রেজাউলি করিম, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও বিদেশ ফেরত গৃহিনী রওশনারা বেগম প্রমূখ।
বক্তারা দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর জোর দেন এবং দালাল চক্রের খপ্পরে না পড়ে ভিসা যাচাই বাছাইয়ের মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য সকলকে সচেতন করেন। একই সাথে প্রবাসী ও তাদের পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষায় সকলকে সহযোগীতার আহবান জানান বক্তারা।