মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় নয়ন-পিয়াস বাহিনীর ১ সদস্য আটক

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম
মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়ায় নয়ন-পিয়াস বাহিনীর ১ সদস্য আটক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত জনপদ গুয়াগাছিয়া থেকে পুলিশের তালিকায় ‘চিহ্নিত সন্ত্রাসী’ নয়ন-পিয়াস বাহিনীর এক সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে ইউনিয়নটির চরচাষী এলাকায় অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নয়ন-পিয়াসের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেন।

জানা গেছে, আটককৃত ইব্রাহিম খলীল (৫২) মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে অভিযানের সময় একাধিক মামলার পলাতক আসামি নয়ন ও পিয়াস সরকারের কোন হদিস পাওয়া যায়নি।

প্রসঙ্গত; গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ব্যান্ড পার্টি বাজিয়ে শোডাউন দিয়ে এলাকায় প্রবেশ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন-পিয়াস। পরে এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। রাতেই এলাকায় ৩ জনকে গণপিটুনির ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকালে প্রথম দফায়, শনিবার সকালে দ্বিতীয় দফায়, মঙ্গলবার তৃতীয় দফায় ও আজ বৃহস্পতিবার চতুর্থ দফায় এলাকাটিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। কিন্তু এই কয়েকদিনেও নয়ন-পিয়াসের কোন অস্তিত্ব এলাকায় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে