কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া মেয়েদেরকে নিয়ে গার্লস আউট লাউড দ্বিমাসিক আলোচনাসভা, বিদায় সংবর্ধনা প্রদান, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে, এন আরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এবং চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী আরডিআরএস বাংলাদেশের হলরুমে এ অনুষ্ঠান হয়।
সিএনবি প্রজেক্টের প্রজেক্টের টেকনিক্যাল অফিসার প্রতিমা রানী রায়ের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন প্রজেক্টের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, ফিল্ড ফ্যাসিলিটেটর মানবী রানী, সেলিম মন্ডল প্রমুখ।