কিশোরগঞ্জের বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত বুধবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি (শিক্ষা বোর্ড) এর আওতায় বাজিতপুর উপজেলার ২২টি কিন্ডার গার্টেনের ১১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা জানায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। বাজিতপুর উপজেলার বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি জেলার সভাপতি মোস্তাক আহমেদ দাদা ভাই, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জিল্লু ও উপজেলা কিন্ডার গার্টেনে সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি অরুন কুমার চক্রবর্তী ও প্রভাষক রাজ্জাকুন্নেছা সুমি।