নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় ফিরছেন তারেক রহমান

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার আগমন ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিমানবন্দর ও সম্ভাব্য রুট পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিমানবন্দরে অবতরণের স্থান, গাড়িতে ওঠা, সেখান থেকে এভার কেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসায় যাওয়া এবং পরবর্তী কর্মসূচির সম্ভাব্য রুট সরেজমিনে দেখা হয়েছে। এভার কেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সালাহউদ্দিন আহমেদের ভাষায়, “নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহল এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে আমাদের নিরাপত্তা টিম সমন্বয় করছে। এ নিয়ে একাধিক বৈঠকও হয়েছে।” তিনি জানান, এই পরিদর্শনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফেরাকে স্মরণীয় করে রাখতে কাজ করছে বিএনপি গঠিত অভ্যর্থনা কমিটি। কমিটির সদস্যসচিব ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। অতীতের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যেতে আমরা প্রস্তুতি নিচ্ছি, তবে জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি থাকবে না।”

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন, তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন। তিনি জানান, ২৫ ডিসেম্বর সকাল ১১টার পর তাদের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে, কীভাবে তারা ২৪ ডিসেম্বর রাতের মধ্যে বা ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় এসে নেতাকে স্বাগত জানাবেন। তার ভাষায়, “এই প্রত্যাবর্তন যেন আগামী বহু বছর স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যেই আমাদের আয়োজন।”

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর কারাবন্দি ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। প্রায় ১৮ বছর পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে