ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ জনে। একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হয়েছে ১ লাখ ১ হাজার ২৯৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন চিকিৎসাধীন হয়েছেন। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন ৫৭ জন। এ ছাড়া বরিশাল বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২০ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৯৯ হাজার ৭৭২ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শীত মৌসুমেও ডেঙ্গুর সংক্রমণ পুরোপুরি কমে না। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতার ওপর জোর দেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে