ঝিনাইদহের শৈলকুপার মালিথিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তামিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সি আর মামলা (নং ৪৭১/২৪) ওয়ারেন্ট ভুক্ত আসামি শৈলকুপা উপজেলার চর মালিথিয়া গ্রামের নরহরি কুন্ডু নামের এক ব্যক্তিকে ঝিনাইদহ সদর উপজেলার কুশোবাড়িয়া বাজার থেকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই তামিম জানান দীর্ঘদিন নরহরি কুন্ডু পলাতক ছিলো। আমরা তাকে আটক করে করে কোট সোপর্দা করেছি।