কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার। কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে চিড়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (৬২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কাউখালী থানায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, হাত বোমা বিস্ফোরণে মামলা রয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা, অগ্নিসংযোগ, হাত বোমা বিস্ফোরণে মামলা রয়েছে। আজ (১৯ ডিসেম্বর) আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।