রাণীনগরে দুটি মোটরসাইকেল চুরি

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৮ পিএম
রাণীনগরে দুটি মোটরসাইকেল চুরি

নওগাঁর রাণীনগরে মসজিদ প্রাঙ্গন থেকে দুই মুসল্লির দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় উপজেলার আবাদপুকুর বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় রাতেই থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের আহম্মদ খলিফার ছেলে নাছির উদ্দীন ভোলা জানান, মোটরসাইকেল মসজিদ প্রাঙ্গনে রেখে আবাদপুকুর বাজার জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। এর পর নামাজ শেষে বের হয়ে দেখতে পান তার ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে। একই সময় ওই প্রাঙ্গন থেকে মরুপাড়া তালপুকুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুর রউফ ওরফে বাচ্চু সোনারের একটি পালসার মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এঘটনায় রাতেই তারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় জরিতদের গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে