ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। এসময় সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদ, মোগরাপাড়া চৌরাস্তা মসজিদ, বৈদ্যেরবাজার মসজিদ, সনমান্দীর মসুরাকান্দা মসজিদ, বাংলাবাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
এদিকে শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বারদীর মসলন্দপুর মসজিদ মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠানে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ ও ভারতের আধীপাত্য বাদের প্রতিবাদকারী দেশপ্রেমিক ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করা হয়।