ডা. এ জেড এম জাহিদ হোসেন

কয়েক দিনের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার

এফএনএস অনলাইন .
| আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪২ পিএম
কয়েক দিনের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি খালেদা জিয়ার
ছবি, সংগৃহীত

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন ,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

 শুক্রবার সন্ধ্যায়(১৯ডিসেম্বর ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

গত কয়েক দিনের তুলনায় এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজ তাকে একটি চিকিৎসা-সংক্রান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যা তিনি গ্রহণ করতে পেরেছেন। চিকিৎসকেরা তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে খালেদা জিয়া সিসিইউ একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

দেশবাসীর কাছে দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন  ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে