গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাবড়িসহ মোঃ মোমেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমরাইদ বাজারের নবাব বিরিয়ানী হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই পলাশ বাউনের নেতৃত্বে ওই এলাকায় টহলরত ছিলেন। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমরাইদ বাজারের দক্ষিণ পাশে গাজীপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাদক কেনাবেচা হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোমেন। এসময় থানা পুলিশ তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপারে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মোমেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেঁচুরদিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক দ্রব্য কেনাবেচা করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই সে উক্ত মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিল।
এসআই পলাশ বাউন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।