পিতা কাজী সাকেরুল মওলার পদাঙ্ক অনুসরণ করে টাঙ্গাইলের শতবর্ষী করোনেশন ড্রামাট্রিক ক্লাব(সিডিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জাকেরুল মওলা। যিনি স্বনামধন্য সাংবাদিক, দৈনিক পত্রিকার সম্পাদক ও ক্রীড়ানুরাগী দক্ষ সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ। সাংবাদিকতায় ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও ক্রীড়াঙ্গনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। কাজী জাকেরুল মওলা করোনেশন ড্রামাট্রিক ক্লাবে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তার পিতা কাজী সাকেরুল মওলা বার বার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। ২০২৬-২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে সভাপতি পদে একটি মাত্র মনোনয়ন পত্র জমা পড়ে। সভাপতি পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় কাজী জাকেরুল মওলা সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে নির্বাচনী ফয়সালা হলেও কমিটির বাকী পদ গুলিতে জোর লড়াই চলছে। আগামী ২৭ ডিসেম্বর সিডিসি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহন চলবে। করোনেশন ড্রামাটিক ক্লাবের ১৫০ জন সদস্য দুটি প্যানেলের প্রার্থী দেখে গোপনে ভোট প্রদান করবেন। দুটি প্যানেলের স্বচ্ছতা জবাবদিহিতা ঐক্যতে সহ-সভাপতি পদে আনিছুর রহমান খান রঞ্জু ও দেবাশীষ দেব, সাধারণ সম্পাদক পদে সাম্য রহমান, যুগ্ম সম্পাদক পদে আকতার হোসেন খান ও সোহানী মোঃ আওরঙ্গজেব চৌধুরী পলাশ, নাট্য সম্পাদক পদে শাহ্ মেহেদী মাসুদ সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ড. পিনাকী দে এবং কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ হলেন আতাউর রহমান খান, প্রদীপ সরকার, মঞ্জুর মোর্শেদ আলম, প্রদীপ কুমার গুন(ঝন্টু),ডাঃ হরি মোহন সরকার, আজগর আহমেদ খান সেলিম, নাবিদ আহম্মেদ শাহীন, মোঃ মেজবাহ্
উদ্দিন, আবু বকর সিদ্দিক দিপু, এম এ আল হুসায়েন, এস, এম জগলুল হায়দার চৌধুরী, সুবীর কুমার দেব ও ইমরান খান।
অন্য প্যানেলে সহ-সভাপতি পদে মোঃ ফজলুল হক বীরপ্রতীক ও আমিনুল হক লাল, সাধারণ সম্পাদক পদে সাইদুর রহমান ঠান্ডু, যুগ্ম সম্পাদক পদে সোহেল হোসেন ও বিপ্লব দত্ত(১), নাট্য সম্পাদক পদে শাহ্ মোঃ ইছরাইল বিল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এলেন মল্লিক এবং কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আছেন আবুল কালাম আজাদ বীর বিক্রম, মহব্বত হোসেন খান, আরিফ আহমেদ দুলাল, দিলীপ কুমার চন্দ(বাসু), খন্দকার রফিক আজাদ, রতন কুমার দত্ত, মীর শহীদ হোসেন ও অধ্যাপক ডাঃ এ, কে, এম শহীদুর রহমান শাহীন।
আগামী ২০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় সিডিসি ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শাহানুর ইসলাম খান। সহযোগী আছেন এডভোকেট আব্দুর রশিদ ও এডভোকেট তুলসী দাস।