পীরগঞ্জে গণ-মাধ্যমকর্মীদের নিয়ে ওয়াল্ড ভিশনের উদ্দ্যেগে ২১/১২/২০২৫ ইং সকাল ১১ টায় কর্মশালা স্থানীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এ,টি,এম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে শুরু হলে
মিঠাপুকুর ও পীরগন্জ ওয়াল্ড ভিশন এ,পির পক্ষে উক্ত কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং পথশিশু ও ঝড়েপরা শিশুদের নিয়ে বিগত দিনের কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন ওয়াল্ড ভিশন এ,পির রংপুরের এরিয়া ম্যানেজার উত্তম দাস, মিঠাপুকুর এ,পি ম্যানেজার সুজিত কস্তা এবং প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা। উক্ত কর্মশালায় উন্মুক্ত মতবিনিময়ে অংশ নেন আক্তারুজ্জামান রানা, ডি,এম আব্দুল হাকিম ডালিম, মোস্তাফিজুর রহমান রুছেল, হাসান আলী প্রধান, বখতিয়ার রহমান সহ প্রমুখ।