রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫১ পিএম
রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব চাঁন (৫৭) কে গ্রেফতার করেছে। রোববার বেলা ১১টা নাগাদ উপজেলার খাঁনপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতার চাঁন উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। তাকে রোববারই আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,সারা দেশে ডেবিলহান্ড ফেজ-২ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে রোববার অভিযান চালিয়ে আব্দুল ওহাব চাঁনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চাঁন কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান। গত বছরের আগস্টে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নি সংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগ দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে