নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব চাঁন (৫৭) কে গ্রেফতার করেছে। রোববার বেলা ১১টা নাগাদ উপজেলার খাঁনপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতার চাঁন উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। তাকে রোববারই আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,সারা দেশে ডেবিলহান্ড ফেজ-২ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে রোববার অভিযান চালিয়ে আব্দুল ওহাব চাঁনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চাঁন কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান। গত বছরের আগস্টে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নি সংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগ দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।