রাজশাহীর দুর্গাপুরে প্রাণঘাতী মাদক অ্যালকোহল (কট) সহ মাদক কারবারি আমিনুলকে গ্রেফতার র্যাব-৫।
২১ নভেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা কানাপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অদ্য তারিখে উক্ত এলাকায় র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তার নিকট হতে দুর্গাপুরে ১১৩ বোতল অ্যালকোহল সহ তাকে গ্রেফতার করা হয়।