বিরলে দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
বিরলে দুই প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে ০২ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও বিরল উপজেলা নির্বাহী অফিসার এর নিকট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও বিরল উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা অনূকুল মহন্ত।রবিবার বিকালে বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আ ন ম বজলুর রশিদ কালু ও । 

উল্লেখ্য, আ ন ম বজলুর রশিদ কালু দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

অপরদিকে, ড. আনোয়ার হোসেন চৌধুরী জীবন সেবক পার্টির চেয়ারম্যান এবং গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে