কালীগঞ্জ উপজেলার আইন শৃংখলা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:০২ পিএম
কালীগঞ্জ উপজেলার আইন শৃংখলা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ার পর এর উন্নতির কোনো লক্ষণ নেই, বরং দিনে দিনে তা আরও অবনতির দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিন বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে,ততই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। পাশাপাশি আইন শৃংখলা বাহিনীতে, রাজনৈতিক অঙ্গনেও জনমনে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক পরিবর্তনের পরও পুলিশ পুরো ঘুরে দাঁড়াতে পারেনি।কালীগঞ্জ উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতির উল্লেখযোগ্যআগ্রগতিহয়নি। ডাকাতি, ছিনতাই, খুন, দস্যুতা, পাশবিকনির্যাতন, চাঁদাবাজি,নারীনির্যাতন, মাদককেনাবেচা, চোরাচালান,  চুরি প্রভৃতি অপরাধ বেড়েছে। তবে এসব ঘটনায় আসামি গ্রেফতার হচ্ছে। যথা সময়ে এসব অপরাধ আইনশৃঙ্খলা বাহিনী সামাল দিতে না পারলে অবস্থার আরও অবনতি হবে বলে জানিয়েছেন সচেতন মহল। আইন প্রয়োগকারি সংস্থা যথাযোগ্য ভূমিকার অভাবে সর্বত্রই অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলে তাদের অভিমত। এতে সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েছে সকল শ্রেনি পেশার মানুষ।

কালীগঞ্জ উপজেলার গাজির বাজার এলাকায় একটি আমগাছের নিচু ডাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় প্রতাপ কুমার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ ১৩ ডিসেম্বর সকালে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে গাজির বাজার কালাপাড়া গ্রামের প্রেম কুমারের ছেলে।  স্থানীয়রা জানান,সকালে গাজির বাজারের মাঝে একটি আম গাছের নিচু ডালে প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা দেখে তারা স্থানীয় কোলা বাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। প্রতাপ কুমারের গলায় ফাঁস দেওয়া থাকলেও তার পা দুটি মাটিতে ছিল। এ কারনে স্থানীয় অনেকে দাবি করেন, এটি হত্যাকান্ডের ঘটনা হতে পারে। কালীগঞ্জে মাঠ থেকে ওমর শেখ(৩০)নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়ির চালক। ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের মাঠে ওই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।নিহত ওমর শেখ কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। আগেরদিন বিকালে নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।চিনিকল ফার্মের মাঠে উপজেলার বেলাট গ্রামের ওমর শেখের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে কুপিয়ে ও শ্বাসরোধে ওই ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।৮ নভেম্বর সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে অজ্ঞাত(৫৫) এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুকুরিয়া-মোল্লাকোয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কালীগঞ্জ শহরে হালিমা খাতুন (৩০) নামে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে তার মাদকাসক্ত স্বামী। ১৬ ডিসেম্বর দুপুরে কালীগঞ্জ শহরের আড়পাড়ার এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই স্বামীর নাম হানিফ আলী। হালিমা আড়পাড়া নদীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় দুই মেয়েকে নিয়ে বসবাস করতো।হালিমা খাতুনের দুই মেয়ে নিয়ে আড়পাড়ায় ভাড়া বাসায় থেকে মানুষের বাড়িতে কাজ করতো। স্বামী হানিফ আলাদা থাকতো কিন্তু প্রায়ই এসে হালিমাকে মারধর করতো। মঙ্গলবার দুপুর ২ টার দিকে তার বাসায় প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে গলা কেটে দেয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে এবং মাদকাসক্ত স্বামীকে আটক করে পুলিশে দেয়। ২৪ এপ্রিল কালীগঞ্জ শহরের জনতা মোড়ে বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্ঠানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প বেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।ঈদ-উল-ফিতরের রাতে শহরের মেইন বাজারে মল্লিক ফার্ম্মেসিতে ক্যাশ ড্রয়ারে থাকা নগদ টাকা ঔষধপত্র নিয়ে যায়।উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। পিস্তলে লেখা ছিল মেইড ইন ইন্ডিয়া।২৩ নভেম্বর দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যায়। এসময় তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়। মাসুদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র-হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে।

কালীগঞ্জে ১৮০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ সিরাজুল ইসলাম(৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।৬ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকা থেকে ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। সিরাজুল কুষ্টিয়ার ইবি থানার উজান গ্রামের জালাল উদ্দিনের পুত্র। উদ্ধারকৃত টেপেন্টাডল ট্যাবলেটটি এক নতুন মাদক হিসাবে সেবন করছেন মাদকসেবীরা। এটি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি ঔষধ কোম্পানি তৈরি করে থাকে। ভারতে এটি ব্যথানাশক ঔষধ হিসাবে ব্যবহার হয়।উপজেলার বেজপাড়া গ্রামে ডাকাতি করে পালানোর সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে গ্রামবাসি।৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে আসে ডাকাত দলের ৮ সদস্য। এ সময় বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। মাদক দ্রব্যের অভিযানের কথা বলে ৮ জনই বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত সদস্যদের আটকানোর চেষ্টা করে। গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় তিন সদস্যকে আটক করে গ্রামবাসি। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ডাকাত দলের তিন সদস্যকে থানায় নিয়ে যায়।

এদিকে দিনে দিনে পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ এবং ক্ষোভ বেড়েই চলেছে। একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, বিভিন্ন মামলার আসামিরা প্রকাশ্যে এবং জনসন্মুখে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। 

আপনার জেলার সংবাদ পড়তে