মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিলেনিয়াম চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন স্কুল কমিটির আয়োজনে সোমবার বেলা ১১ টার দিকে স্কুল আঙিনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির পরিচালক মো. বিপ্লব হোসেন।
কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল (অবসরপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান, মালখানগর হাই স্কুলের সভাপতি ইয়াসিন সুমন, হাই স্কুলের শিক্ষক রবীন্দ্র ভাওয়াল, থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আজিজুল হক খান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান, সার্জেন্ট (অবঃ) শাজাহান সিরাজ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম শিশির, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, মালখানগর মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন রাজাসহ প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।