আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপার কাছ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে একই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় সমাজতান্ত্রীক দল-জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি তানিয়া রব, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্যাহ এবং স্বতন্দ্র প্রার্থী মঞ্জুর মোর্শেদ।
২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। তিনি কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহসম্পাদক।
মনোনয়ন সংগ্রহ শেষে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই আমি মনোনয়োন ফরম সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই ফরম যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবো।