চাটমোহরে শহীদ কাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
চাটমোহরে শহীদ কাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

চাটমোহরস্থ শহীদ ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শহীদ শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক তারিক শহীদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ শিক্ষা পরিবারের পরিচালক ডা.রাকিব শহীদ রুমী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ মিজানুর রহমান,শিক্ষক কে এম খালিদ হাসান। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আরিফ খান বাবুল। অনুষ্ঠানে অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠানের সকল শ্রেণীর মেধাবী শিক্ষার্থী,সেরা শিক্ষার্থী,সেরা অভিভাবক ও শিক্ষকদের পুরস্কার প্রদান করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে