চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির সভা

চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন সংসদ নির্বাচন, মাদক, জুয়া, অনলাইন জুয়া,পৌর শহরে যানজট, স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে বিক্ষোভ,মানববন্ধন,যত্রতত্র পেট্টোল,ডিজেল বিক্রি,বড়দিন উদযাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, অধ্যক্ষ আঃ রহিম কালু, রবিউল করিম তারেক, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম, প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞা, এস এম মিজানুর রহমান, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, হাসানুজ্জামান সবুজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে