পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহ

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০২ পিএম
পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে,এম সেলিম রেজা হাবিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার দুপুরে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের কাছ থেকে তিনি ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অন্যান্যের মধ্যে সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সহ-সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, যুগ্ম সম্পাদক জিএম মঞ্জুরুল হক, উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল গনি ফকির, শামসুর রহমান শমেজ, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, সুজানগর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম, বিএনপি নেতা আহম্মদ আলী লাটু প্রামাণিক, পৌর বিএনপির বর্তমান সভাপতি সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস ও উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ উদ্দিন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে