বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁর ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিলে বের করে "মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে; উই আর কলিং, তারেক রহমান কামিং; বাংলাদেশ ইজ কলিং, তারেক রহমান কামিং ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামিম কবির মিল্টন, পৌর বিএনপি'র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, পৌর যুবদলের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুর রহমান রতন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত ওভিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।