নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত একটি ভাটায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় ও স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যার আগমুহূর্ত পর্যন্ত পরিচালিত অভিযানে এম এস এস ভাটার স্বত্বাধিকারী অলিউল ইসলামকে ইট প্রস্তুত ও ইট ভাটা নিয়ন্ত্রণ আইনে এই জরিমানা করা হয়। একইসঙ্গে পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে ভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন নাটোর জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অভিযান কালে অবৈধভাবে ইট প্রস্তুত, পরিবেশগত ক্ষতি ও আইন অমান্যের প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবির হোসেন, লালপুর থানা পুলিশের সদস্য, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা উপস্থিত থেকে অভিযান কার্যক্রমে সহায়তা করেন।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ ইটভাটায় অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।