ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসায় বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করে ঘাট কর্তৃপক্ষ।
ঘাট ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার ভোর থেকেই পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্ট ও দিকনির্দেশক বাতিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে দুই ঘাটেই পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বলেন, “নদীর অববাহিকায় কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।”
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক বাণিজ্য মোহাম্মদ সালাউদ্দিন জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় সাময়িক যানজট তৈরি হয়েছিল। চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে সেই চাপ কমতে শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
নিয়মিত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে এই নৌরুটে প্রায়ই এমন পরিস্থিতি তৈরি হয়। তবে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের সিদ্ধান্তকে তারা স্বাভাবিক বলেই দেখছেন।