বিএনপিতে যোগ দিয়েই বাজিমাত!

বাজিতপুরে ইকবাল সমর্থকরা সরারচরে রেল অবরোধ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
বাজিতপুরে ইকবাল সমর্থকরা সরারচরে রেল অবরোধ ও বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল গত কিছুদিন আগে দলীয় মহা সচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কপিতে দলীয় মনোনয়ন পান। এ নিয়ে তার দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ করেন। তিনি নিজেও গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন। সৈয়দ এহসানুল হুদা নিজের দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মীর সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নতুন দলে যোগদান করেন। এর একদিন পর বুধবার সৈয়দ এহসানুল হুদা কে বিএনপির দলীয় মহা সচিব স্বাক্ষরিত তাকে দলীয় মনোনয়নের খবর পাওয়ার বাজিতপুর উপজেলার সরারচর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিলে মেতে উঠে। বিশেষ করে বুধবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবালের অনুপস্থিতে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ খবর পাওয়ার পর ইকবাল সমর্থকরা সরারচর রেল অবরোধ ও বিক্ষোভ মিছিলে মেতে উঠে।

আপনার জেলার সংবাদ পড়তে