সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ-সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের নেতা অধীর বাউরি প্রমুখ।
মনোনয়ন ফরম উত্তোলন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সঞ্জয় কান্ত দাস বলেন, “গত ১৫ বছর ধরে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চায়। কিন্তু তফসিল ঘোষণার পর গুপ্ত হত্যা, খুন ও মব সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে স্পষ্টভাবে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।”
সঞ্জয় কান্ত দাস বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ যেমন জরুরি, তেমনি সকল নাগরিকের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করাও অত্যাবশ্যক। কিন্তু আমরা বারবার দেখেছি মানুষের মৌল মানবিক অধিকার হরণ করা হয়েছে। বাসদ (মার্কসবাদী) অতীতে এসব দাবিতে রাজপথে ধারাবাহিকভাবে আন্দোলন করে এসেছে।”
তিনি জানান, এরই ধারাবাহিকতায় সিলেট-১ আসনে ‘কাঁচি’ প্রতীকে বাসদ (মার্কসবাদী) নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এই লড়াইয়ে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন।