বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৭ পিএম
বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

জাটকা রক্ষায় বরিশালের হিজলা উপজেলার তেঁতুলিয়া ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বুধবার (২৪ ডিসেম্বর) সকালে যৌথ অভিযান চালিয়েছে। এসময় নিষিদ্ধ রাক্ষুসী বেহুন্দী ও একটি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার ওমর সানি। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জনস্বার্থে ও সরকারের নির্দেশ শতভাগ পালন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে