চাটমোহরে মানব মুক্তি সংস্থার সমন্বয় সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৮ পিএম
চাটমোহরে মানব মুক্তি সংস্থার সমন্বয় সভা

পাবনার চাটমোহরে বেসরকারি উন্নয়ন সংগঠণ মানবমুক্তি সংস্থার (এমএমএস) উদ্যোগে উপজেলার দায়িত্বরত কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘চাটমোহর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহনেজনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ ’ প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকারের সভাপতিত্বে ও এমএমএস’র প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়ব রহমান,সমাজসেবা কর্মকর্তা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়ন প্রশাসক মোঃ সোহেল রানা,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,জনস্বাস্থ্য প্রকৌশলী ও হান্ডিয়াল ইউনিয়নের প্রশাসক মতিয়ার রহমান,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী,আদিবাসী নেতা বিদ্যুৎ ভুঁইমালী,আদিবাসী নেতা কর্ণ মুরারী,বিউটি রানী দাস,যতীশ চন্দ্র মাহাতো,শান্তনা কর্মকার,পূর্ণিমা রানী,মেনোকা কর্মকার প্রমুখ। 

সভায় বক্তারা মানবমুক্তি সংস্থার কায়ক্রমের প্রশংসা করে বলেন আদিবাসীদের জীকনমান উন্নয়নে এমএমএস যে সকল কর্মসূচি বাস্তবায়ন করছে,তাতে আদিবাসী গোষ্ঠি নানাভাবে উপকৃত হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের সাথে এখন আদিবাসীদের একটি যোগসূত্র তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে