সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ পিএম
সুন্দরবনে অবৈধ গুইসাপ ধরার অপরাধে ৩ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে গুইসাপ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৮০ পিচ নিষিদ্ধ কাঁকড়া ধরার আটন সহ ১ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  রাত ১০ টার দিকে নলিয়ান স্টেশনের অধিনস্থ ভুতুমমারীর চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন। আটকৃতরা হলেন কয়রা উপজেলার পাতাখালী গ্রামের মুকুল মোল্যা, মাকসুদুল মোল্যা ও মাহবুব মোল্যা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে