দৌলতপুরে ৪ লাখ ৪০ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
দৌলতপুরে ৪ লাখ ৪০ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার মিরপুর রেলওয়ে স্টেশন, প্রাগপুর ও জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ নকল ও ভারতীয় পাতার বিড়ি, ভারতীয় মদ এবং গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নকল বিড়ি, কয়েক হাজার প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, বিভিন্ন পরিমাণ ভারতীয় মদ এবং গাঁজা। এসব মালামাল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে