হাকিমপুরে ব্যারিস্টার সানি হকের পক্ষে মনোনয়ন সংগ্রহ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ পিএম
হাকিমপুরে ব্যারিস্টার সানি হকের পক্ষে মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাকিমপুর সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে দিনাজপুর-৬ আসনে ব্যারিস্টার সানী আব্দুল হক এর পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন এবি পার্টির নেতৃবৃন্দ।

 বুধবার ২৪ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসারের নিকট হতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক এর পক্ষে নির্বাচনে অংশ গ্রহণের জন্য ফরম উত্তোলন করা হয়েছে।

হাকিমপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অশোক বিক্রম চাকমা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী চৌধুরী, সকল কার্যক্রম সম্পূর্ণ করে আমার বাংলাদেশ এবি পার্টির হাকিমপুরের তানভীর আহমেদ ও নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব মো. ওয়াহেদুজ্জামান আশিক এর নিকট মনোনয়ন ফরম তুলে দেন।