দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খৃষ্টান ধর্মালম্বীদের যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) পালন করেছেন। বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত দিঘলিয়া উপজেলাধীন সকল (০৮টি) চার্জ/গির্জাসমূহে যিশুখ্রিস্টের জন্মদিন (খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।
চার্জ/গির্জাসমূহে পবিত্র বাইবেল পাঠ, ধর্মীয় আলোচনা এবং প্রার্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অতঃপর ধর্মীয় সংগীত পরিবেশনা ও তাদের সম্মিলিত কেক কাটার মাধ্যমে যীশু খ্রীষ্টের জন্মদিন উদযাপন করা হয়।
সেনহাটি ইউনিয়নের অন্তর্গত চন্দনীমহল সিয়ন এজি চার্জে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ কর্তৃক যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ধর্মানুসারীগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়দিন উপলক্ষে চার্জ/গির্জাসমূহে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, সিসিটিভি স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরি এবং নৌ কন্টিনজেন্ট কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, অন্যান্য বছরে তুলনায় এবার সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যীশু খ্রীষ্টের জন্মদিন (খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন) পালন করা হয় বলে জানা যায়।