আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে দলীয়ভাবে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে হাসান জাফির তুহিনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে তাঁকে চিঠি দিয়েছেন।
চূড়ান্ত প্রার্থী হিসেবে তুহিনের নাম ঘোষণা হওয়ায় তাঁর অনুসারী বিএনপি নেতা-কর্মী,সমর্থকদের মাঝে আনন্দ শুরু হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দ প্রকাশ করে তুহিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তুহিনের নির্বাচনী পরিচালনা কমিটির চাটমোহর উপজেলার সদস্য সচিব অধ্যক্ষ আঃ রহিম কালু বিষয়টি নিশ্চিত করে বলেন,গত ১৭ ডিসেম্বর পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাসান জাফির তুহিনের নাম চূড়ান্ত হয়। তবে বুধবার সেই চিঠি আমরা পেয়েছি।
উল্লেখ্য,পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা। এরমধ্যে মনোনয়নবঞ্চিত কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আর হাসানুল ইসলাম রাজা মনোনয়নপত্র উত্তোলন করার পর গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন। এ বিষয়ে কে এম আনোয়ারুল ইসলাম বলেন,আমার এলঅকার মানুষ যা চাইছে,যা বলছে আমি সেভাবেই এগুচ্ছি। সবাই কী বলে তোমরা তা জানো,শোনো। আমি তো নির্বাচনে আছি।