বর্ণাঢ্য আয়োজনে শেরপুরের খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার ১৮টি গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শান্তির বাণী প্রচারের মধ্য দিয়ে বড়দিনের আয়োজন শুরু হয়।
বড়দিন পালন উপলক্ষে শেরপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার খ্রিস্টান পল্লীতে আলোকসজ্জা ও সাজসজ্জায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে বৃহৎ ক্যাথলিক চার্চসহ জেলার অন্যান্য গির্জায় দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা শেষে শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটা হয়।
বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রতিটি গির্জায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।