কলাপাড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম
কলাপাড়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বয় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় দক্ষিনাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে  সরকারি ও বেসরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে রেফারেল প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল দুপুরে এসআইডিএ'র অর্থায়নে সুশীলন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপির সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। 

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ফোরকান আহমেদ’র উপস্থাপনায় সমন্বয় সভার উদ্দেশ্য এবং বাস্তবায়িত কাজের অগ্রগতি উপস্থাপনা করেন সিসিএইচআর প্রকল্পের সমন্বয়কারী মোক্তার হোসেন। 

উপকূলীয় হত-দরিদ্র পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২৫ থেকে কলাপাড়া উপজেলার মহিপুর এবং মিঠাগঞ্জ ইউনিয়নে এ প্রকল্প চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে