নাটোরের বড়াইগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ০৬টি ধর্মপল্লী ও গির্জায় উৎসব মুখর পরিবেশে এ ধর্মীয় উৎসব পালন করা হয়েছে। সকাল ৭টায় ও সকাল ৯টায় জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহ-প্রধান পাল পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ বড় দিনের প্রধান খ্রিস্টযাগ উৎসর্গ করেন ।
সকাল ১০টায় বনপাড়া ধর্মপল্লীর চার্চে যীশু খ্রিষ্টের জন্মোৎসবের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহায়াব। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, বড়দিন উপলক্ষে উপজেলার সকল গীর্জাসহ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর বর্ণিল সাজে সাজানো হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটে আল্পনা করাসহ গোশালা তৈরী করা হয়েছে। এছাড়া কীর্তন ও বৈঠকি গানসহ বাড়ি বাড়ি পিঠা-পুলির আয়োজন করা হয়।