বড়াইগ্রামে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম
বড়াইগ্রামে উৎসব মুখর পরিবেশে বড়দিন উদযাপন

নাটোরের বড়াইগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ০৬টি ধর্মপল্লী ও গির্জায় উৎসব মুখর পরিবেশে এ ধর্মীয় উৎসব পালন করা হয়েছে। সকাল ৭টায় ও সকাল ৯টায় জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া ক্যাথলিক চার্চে প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা ও সহ-প্রধান পাল পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ বড় দিনের প্রধান খ্রিস্টযাগ উৎসর্গ করেন । 

সকাল ১০টায় বনপাড়া ধর্মপল্লীর চার্চে যীশু খ্রিষ্টের জন্মোৎসবের কেক কাটেন জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওহায়াব। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে, বড়দিন উপলক্ষে উপজেলার সকল গীর্জাসহ খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর বর্ণিল সাজে সাজানো হয়েছে। বাড়িঘর ও রাস্তাঘাটে আল্পনা করাসহ গোশালা তৈরী করা হয়েছে। এছাড়া কীর্তন ও বৈঠকি গানসহ বাড়ি বাড়ি পিঠা-পুলির আয়োজন করা হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে