খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫২ পিএম
খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুকরিয়া আদায় করে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ পাপ্পুর আহবানে জুমার নামাজের পরে লালপুর বাজার জামে মসজিদ, বালিতিতা থানা মসজিদ, দক্ষিন লালপুর, বাহাদুরপুর ও মোহরকয়া জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান  ছিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি  সহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীর পাশাপাশি এলাকার সাধারণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ এবং তারেক রহমানের সুস্থতা ও নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। সেই সাথে দেশ ও জাতির কল্যাণ গণতন্ত্র পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য দোয়া অনুষ্ঠিত হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে