চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর ভজন কুঠির আশ্রম পরিচালনা পরিষদেন শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার আশ্রম চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্গাপদ নাথ, বিশেষ অতিথি অলক মহাজন।
আশ্রম পরিচালনা পরিষদেন অর্থ সম্পাদক শিক্ষক সনজয় দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ শ্রাবন্তী দাশ। স়়ভায় বক্তব্য রাখেন আশ্রমের প্রধান পৃষ্ঠপোষক লায়ন অনুপম বড়ুয়া। অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি দূর্গাপদ নাথ।