যশোর-৫ (মণিরামপুর) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার বিকেলে পৌরশহরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ইতোপূর্বে ৪ ডিসেম্বর এ আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষনা করা হয়। সেই থেকে তিনি প্রচারনাসহ নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন। কিন্তু ২৪ ডিসেম্বর এ আসনটি বিএনপির শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসিচব মুফতি রশিদ বিন ওয়াক্কাস -এর নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষনার পর মণিরামপুর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি এ আসনে বিএনপির পূর্বঘোষিত প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখা হোক। রশীদ বিন ওয়াক্কাসের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকেলে বিএনপির পক্ষ থেকে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষনা দেওয়া হয়। পৌর শহরে হাজারো নোতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান প্রমুখ। সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ বলেন, এ আসনে বিজয়ী হতে হলে জমিয়তের গণবিচ্ছিন্ন রশিদ বিন ওয়াক্কাসের মনোনয়নের পরিবর্তে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে মনোনীত করতে হবে। অন্যথায় আরো কঠিন কর্মসূচি পালন করা হবে। সমাবেশের সভাপতি খায়রুল ইসলাম জানান, শনিবার বিকেলে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।