কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার(২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মেসবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবি আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবাইদুল্যাহ। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ রেজাউল করিম, মোঃ ইমদাদুল হক, মোঃ আকবার আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম ,ইউপি সদস্য মাসুম বিল্যাহ, আবু হাসান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, প্রভাষক মইনুল ইসলাম, আশিকুল ইসলাম, শিক্ষক আরিফ বিল্লাহ, মোঃ আশিকুজ্জামান, শিক্ষার্থী বায়োজিদ হোসেন, লামিয়া আক্তার প্রমুখ। এবারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৩০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।