খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি আজিজুল উলুম কওমি মাদ্রাসায় মঙ্গলবার (২৫ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো-একই শ্রেণির পাঁচজন শিক্ষার্থী ৬০০ নম্বরের পরীক্ষায় পূর্ণ ৬০০ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেন। তারা হলেন-উম্মে ফারিহা, ফারভেজ, আবু ত্বলহা, মাহমুদা ও মাইশা। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পাঁচজনকেই প্রথম স্থানের পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি গোলামুর রহমান, মুফতি রফিকুল ইসলাম হুসাইনী, মুফতি হাসিবুর রহমান, মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমতিয়াজ সাহেব, নায়েবে মুহতামিম মাওলানা আউরিয়া সাহেব, শিক্ষা সচিব মুফতি কামরুল ইসলাম, মাওলানা মুফতি আব্দুর রহমান, মাওলানা জুয়েল সাহেবসহ অন্যান্য আলেম ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মল্লিক ইদ্রিস আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে কোরআন ও হাদিসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছাত্র-অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠান আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করেন