বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের আধিক্য থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) দেশের ৮৭টি সংসদীয় আসনকে গুরুত্বপূর্ণ দাবি করেছেন। ফলশ্রুতিতে ওইসব গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের জীবন বৃত্তান্ত বিএমজেপি'র দপ্তরে জমা নেওয়া হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আর.কে মন্ডল রবিন রোববার (২৮ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন-সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের দ্বারা সম্মুখীন বৈষম্য মোকাবেলা করার জন্য গঠিত হয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।
তিনি আরও বলেন-আমাদের সংগঠনের নীতিমালা হচ্ছে, গণতন্ত্রের প্রতি দৃঢ়তা, সকল ধর্মের স্বাধীনতার পাশাপাশি ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা, তথাকথিত শোষণমুক্ত সমাজ এবং সামাজিক ন্যায্য ন্যায়বিচার।
সেই লক্ষ্যে আমাদের সংগঠনের সভাপতি সুকৃতি কুমার মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দরা দেশের ৮৭টি সংসদীয় আসনকে গুরুত্বপূর্ণ দাবি করে ওইসব আসনে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের আধিক্য থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি থেকে প্রার্থী দেওয়ার জন্য ওইসব সংসদীয় আসনে যারা নির্বাচন করতে ইচ্ছুক তাদের জীবন বৃত্তান্ত বিএমজেপি'র দপ্তরে জমা নেওয়া হচ্ছে।
সূত্রমতে, গুরুত্বপূর্ণ সংসদীয় আসনগুলো হলো, পঞ্চগড়-২, কুষ্টিয়া-৪, পিরোজপুর-২, মৌলভীবাজার-১, ঠাকুরগাঁও-১, ঝিনাইদহ-১, ময়মনসিংহ-৩, মৌলভীবাজার-২, ঠাকুরগাঁও-৩, ঝিনাইদহ-৪, ময়মনসিংহ-৮, মৌলভীবাজার-৩, দিনাজপুর-১, যশোর-৪, নেত্রকোনা-১, মৌলভীবাজার-৪, দিনাজপুর-২, যশোর-৫, নেত্রকোনা-২, হবিগঞ্জ-৪, দিনাজপুর-৪, যশোর-৬, নেত্রকোনা-৪, ব্রাহ্মণবাড়িয়া-১, দিনাজপুর-৫, মাগুরা-১, কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৬, নীলফামারী-২, মাগুরা-২, মানিকগঞ্জ-১, চট্টগ্রাম-৬, নীলফামারী-৩, নড়াইল-১, মুন্সিগঞ্জ-১, চট্টগ্রাম-৭, রংপুর-১, নড়াইল-২, ঢাকা-১, চট্টগ্রাম-৮, রংপুর-২, বাগেরহাট-১, ঢাকা-৬, চট্টগ্রাম-৯, কুড়িগ্রাম-২, বাগেরহাট-৩, গাজীপুর-১, চট্টগ্রাম-১২, কুড়িগ্রাম-৩, বাগেরহাট-৪, গাজীপুর-২, খাগড়াছড়ি, গাইবান্ধা-১, খুলনা-১, গাজীপুর-৫, রাংগামাটি, গাইবান্ধা-২, খুলনা-৫, নরসিংদী-২, বান্দরবান, বগুড়া-৪, খুলনা-৬, রাজবাড়ী-২, বগুড়া-৫, সাতক্ষীরা-১, ফরিদপুর-১, নওগাঁ-১, সাতক্ষীরা-৩, গোপালগঞ্জ-১, নওগাঁ-৪, সাতক্ষীরা-৪, গোপালগঞ্জ-২, নওগাঁ-৬, বরগুনা-১, গোপালগঞ্জ-৩, নাটোর-২, বরিশাল-১, মাদারীপুর-২, নাটোর-৩, বরিশাল-২, মাদারীপুর-৩, নাটোর-৪, ঝালকাঠি-১, সুনামগঞ্জ-১, সিরাজগঞ্জ-৩, পিরোজপুর-১ ও সুনামগঞ্জ-২।
সূত্রে আরও জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে যথাসময়ে এসব আসনে বিএমজেপি'র মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিবেন।