অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ

ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩০ পিএম
ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সভায় জনসমুদ্রের রূপ নিয়েছে। এ বিশাল জনসমাগমে স্পষ্ট হয়ে উঠেছে-ধানের শীষ প্রতীকের পক্ষে সারাদেশে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ আবারও জাতীয়তাবাদী শক্তির প্রতি তাদের আস্থা ও সমর্থনের কথা দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী জলিল এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ নেতাকর্মীদের সামনে গত ২০ ডিসেম্বর কেন্দ্র থেকে প্রাপ্ত বিএনপির দলীয় মনোনয়নপত্রের চিঠির খাম খুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি জনসম্মুখে পড়ে শোনান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ পায়।

তিনি বলেন, ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা সভায় মানুষের যে জনসমুদ্র সৃষ্টি হয়েছে, তা স্পষ্টভাবে প্রমাণ করেছে-ধানের শীষের পক্ষে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড থেকে ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা সভায় দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের যে ব্যাপক অংশগ্রহণ, তা দেখিয়ে দিয়েছে সীতাকুণ্ডের মানুষও আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।

অধ্যাপক আসলাম চৌধুরী আরও বলেন, আজকের এই বিশাল উপস্থিতি শুধু একটি মতবিনিময় সভা নয়-এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পূর্বাভাস। আগামী দিনে সারা দেশের মানুষ যেভাবে ধানের শীষকে বিজয়ী করবে, ঠিক সেভাবেই সীতাকুণ্ডেও ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি ইচ্ছে করেই কিছুটা সময় নিয়েছি সবাইকে ধৈর্যশীল ও সহনশীল থাকার আহ্বান জানাতে। আজকের পর আর কোনো সংশয় বা দ্বিধার অবকাশ নেই। আমাদের একমাত্র লক্ষ্য-শান্তিপূর্ণ, সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন-সমৃদ্ধির রাজনৈতিক দর্শন আজও জনগণের হৃদয়ে অম্লান হয়ে আছে। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের আধুনিক, গতিশীল ও ভবিষ্যতমুখী নেতৃত্বে বিএনপি আজ তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের আশা-ভরসার কেন্দ্রে অবস্থান করছে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের রাজনীতির মূল দর্শন।

নিজের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন ও ভালোবাসার ফল। আপনাদের দাবির প্রেক্ষিতেই আমাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করবো। ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

সভায় আরও জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীতাকুণ্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। ঘরে ঘরে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীরা সম্মিলিতভাবে কাজ করবেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, উদ্দীপনা ও ঐক্য সীতাকুণ্ডে ধানের শীষের পক্ষে জনসমর্থনের শক্ত ভিতকে আরও সুদৃঢ়ভাবে ফুটিয়ে তোলে।